নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ ছেলের জন্মদিনে দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করলেন বাবা। রবিবার সরস্বতী পুজোর দিন এই অনুষ্ঠান হয় শিলিগুড়ি অরবিন্দ পল্লীতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন ভট্টাচার্য, ধীমান বসু প্রমুখ
শিলিগুড়ি অরবিন্দপল্লীর স্কুল ছাত্র রাজদীপ ঘোষ ১১ বছরে পা দিলো। আর আর তার এই জন্মদিন স্মরণ করে রাখতে তার বাবা বাপন ঘোষ রবিবার ওই এলাকায় দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ নেন। দুশোজন মানুষকে কম্বল প্রদান করা হয়। তার সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় মিস্টির প্যাকেট। এদিন সকাল থেকে ওই এলাকায় শুরু হয় এই কম্বল বিতরনের অনুষ্ঠান। বাপন ঘোষ এর আগেও বিভিন্ন সময়ে এই ধরনের মানবিক ও সামাজিক কাজকর্ম করেছেন। দুর্গা পুজোর সময় দুঃস্থদের বস্ত্র বিতরনের অনুষ্ঠান তিনি গ্রহণ করেছেন। তবে ছেলের জন্ম দিনকে স্মরণীয় করে রাখতে দুঃস্থ মানুষদের হাতে এই শীতে কম্বল প্রদান অনুষ্ঠান দেখে অনেকেই তার তারিফ করছেন।