নিজস্ব প্রতিবেদন ঃ তিনি হাইস্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন। অঙ্ক তিনি ভালোবাসেন। ভোটে জয়ী হলে যাঁরা অঙ্কে কাঁচা তাদের অঙ্ক শেখানোর জন্য বিশেষ কোচিং সেন্টার তিনি খুলতে চান। তাছাড়া দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য ওয়ার্ডে তিনটি বিনা পয়সার কোচিং সেন্টার খুলতে চান তিনি।ভোটে জয়ী হলে ওয়ার্ডবাসীদের জন্য বিনা পয়সায় এম্বুলেন্স পরিষেবা দেওয়া, প্রতি মাসে ওয়ার্ডবাসীদের জন্য বিনা পয়াসায় স্বাস্থ্য পরীক্ষা শিবির বসানো, বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়ার মতো বিভিন্ন কাজ করতে চাইছেন তিনি। ভোটপ্রার্থী হয়ে ভোটারদের কাছে এমনই সব আশ্বাস নিয়ে উপস্থিত হচ্ছেন শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিত্যানন্দ পাল। শিলিগুড়ি কুন্ডুপুকুর মাঠের কাছে বাড়ি অবসরপ্রাপ্ত এই শিক্ষকের। বিগত দিনে দুর্গাপূজার আয়োজন করে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, করোনা লকডাউনের সময় বহু বাড়িতে রান্না করা খাবার বিলি সহ আরও অনেক মানবিক ও সামাজিক কর্মসূচি পালনের কথাও তিনি জানাচ্ছেন।