শিলিগুড়ি ভারত নগর থেকে লিখেছেন উত্তম দত্ত, কেমনে তারা রবে

কেমনে তারা রবে
কলমেঃ- উত্তম দত্ত

ভোরবেলাতে লাগছে এখন
হালকা হিমেল হাওয়া,
ঘাসের ডগায় শিশির বিন্দু
এটাই শীতের পাওয়া।

ভাবছি আমি যাদের কথা
কেমনে তারা রবে,
শীতকালটা তাদের কাছে
নয়তো সুখের হবে।

দীনদুঃখী গরীব মানুষ
এই সমাজের যারা,
শীতের প্রকোপ বাড়লে পরে
কেমনে সইবে তারা।

শীতকালটা নয়তো সুখের
সেই রোগীদের তরে,
শ্বাস-কষ্টে ভুগছে যারা
তারাই বেশি মরে।

আমরা যারা মুখে বলি
শীতের আমেজ নিয়ে,
তারাই চরাই শীতের পোশাক
নিজের গায়ে দিয়ে।

( লেখক পরিচিতি—ঠিকানাঃ-
ভারত নগর,
শিলিগুড়ি

প্রতিষ্ঠাতা সম্পাদক
১) উত্তরের সাহিত্য ও ভ্রমণ
২) কাব্য সৃজন পরিষদ

সরকারি কর্মচারী
শিক্ষা দপ্তর, পঃবঃ সরকার)