নিজস্ব প্রতিবেদন ঃ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি মহকুমার বিধাননগর মুরলীগঞ্জ হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে বিশ্ব কবিকে শ্রদ্ধা নিবেদন করা হলো। ওই স্কুলের ছাত্রছাত্রীরা বিশ্ব কবির ওপর অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। তার সঙ্গে ছিলো দলগত এবং একক নৃত্য, আবৃত্তি এবং সঙ্গীত। বিশ্ব কবির তিরোধান দিবস পালনের সময় ওই স্কুলে বারবারই উঠে আসে কবির সব অসামান্য সৃজন কর্মের প্রসঙ্গ। স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম সহ অন্য শিক্ষকশিক্ষিকারা গ্রাম, চা বাগান ও বস্তি এলাকার ছেলেমেয়েদের রবীন্দ্র ভাবধারায় অনুপ্রাণিত করেন। প্রধান শিক্ষক সামসুল আলম বলেন, তাঁরা সবসময় ছাত্রছাত্রীদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাংলার বিভিন্ন দেশপ্রেমিক ও মনিষীদের ভাবধারায় উদ্বুদ্ধ করছেন।এদিনের অনুষ্ঠানে বাচিক শিল্পী সুবীর ভট্টাচার্য, শিল্পী জয়তী চক্রবর্তী, সর্বশিক্ষা মিশনের জেন্ডার কো-অর্ডিনেটর সামসুর আলম উপস্থিত থেকে তাদের বক্তব্য এবং শিল্প কলা মেলে ধরেন। পুরো অনুষ্ঠান তদারকি করেন শিলিগুড়ি মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক জয়ন্ত কুমার মল্লিক।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-