![IMG_20220809_102621](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220809_102621-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবছর কেন্দ্রীয় সরকার প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের পরামর্শ দিয়েছে।এখন আলোচ্য বিষয় হলো প্রতিটি জিনিসের মূল্যবৃদ্ধি ঘটায় সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে । সাধারন মানুষ সংসারের জন্য চাল ডাল কিনবে,নাকি জাতীয় পতাকা কিনবেন ? দুঃস্থ মানুষদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিতে এগিয়ে এলো গ্রীন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংস্থা।সোমবার সংস্থার পক্ষ থেকে শতাধিক দুঃস্থ মানুষকে বিনামূল্যে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। জাতীয় পতাকার ব্যবহার সম্পর্কেও তাদেরকে সচেতন করা হয়েছে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে এসএসবি পাঙ্গা-র হাতে ১০০ জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে, বিভিন্ন এলাকায় বিতরণ করার জন্য।
গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান,এদিনের এই কর্মসূচি পালন করতে পেরে আমরা গর্বিত। এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)