স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে গবেষণা ধর্মী বই প্রকাশ করতে চলেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গে বৌদ্ধ ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাস বিষয়ক একটি গবেষণাধর্মী বই আগামী ১৭ জুলাই সকালে প্রকাশিত হতে চলেছে শিলিগুড়ি হায়দরপাড়ার প্রীতিলতা সরনীতে। শিলিগুড়ি হায়দরপাড়ার বুদ্ধ ভারতী হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীর শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া ওই বইটি লিখেছেন। ১৭ জুলাই দেবপ্রিয়বাবুর স্ত্রী শীলা বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। তাই স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে ওই বই প্রকাশ করে তিনি স্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বইটিতে উত্তর বঙ্গে কতগুলো বৌদ্ধ মঠ রয়েছে,বড়ুয়া সম্প্রদায়ের বিভিন্ন কাজ ও সংস্কৃতি সহ স্থানীয় বৌদ্ধ ধর্মের বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে। এই বই আগামীদিনে গবেষকদের বিভিন্ন গবেষণাধর্মী কাজে সহযোগিতা করবে বলে দেবপ্রিয়বাবু জানিয়েছেন। ১৭ জুলাই সেই বই প্রকাশের অনুষ্ঠানে
বাংলাদেশ, বুদ্ধগয়া , কলকাতা, দিল্লি থেকে প্রতিনিধিরা উপস্থিত হবেন।