- ⭕রামধনুর বিরল দৃশ্য শুক্রবার দেখা গেলো মালদা থেকে। সূর্যের চতুর্দিকে গোলাকার ওই মহাজাগতিক দৃশ্য মালদাবাসীর নজরে পড়তে বেশ কৌতুহল শুরু হয় মানুষের মধ্যে। শুক্রবার সকাল ১১ নাগাদ সূর্যের চতুর্দিকে রঙিন এই বলয় দেখা যায়। যাকে অনেকেই রামধনু বলেই ব্যাখ্যা দিয়েছেন।এরকম মহাজাগতিক বিরল দৃশ্য বহু বছর পর মালদার আকাশে দেখা যায় বলে দাবি জেলার বেশ কিছু জ্যোতিষ গবেষকের।
এ প্রসঙ্গে কালাচাঁদ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক স্বরূপ দাস জানিয়েছেন, এটা একটা বিরল দৃশ্য বলায় যেতে পারে। বহু বছর পর মালদার আকাশে এরকম একটা মহাজাগতিক দৃশ্য দেখা গেল। যদিও এটা রামধনুই বলে থাকি। আসলে রামধনু সূর্য উদয় অথবা সূর্যাস্তের সময় মূলত দেখা যায়। পৃথিবীর এক প্রান্তের আকাশে অর্ধেক অবস্থায় আমরা সচরাচর দেখে এসেছি । কিন্তু রামধনু গোলাকারই হয়। যার অর্ধেকটা অংশ অনেক সময় দেখা যায় না। কিন্তু এদিন সূর্যের চতুর্দিকে রঙিন আকৃতির গোলাকার যে দৃশ্য দেখা গেল, সেটি প্রকৃতিতে রামধনু।