নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ জলপাইগুড়ি শহরে আরও এক মহিলা করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত মহিলা পেশায় আইনজীবী।তাঁকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি করোনা হাসপাতালে।
জলপাইগুড়ি পুরসভার ২৪নম্বর ওয়ার্ডে নিউ সার্কুলার রোডের বাসিন্দা এই আক্রান্ত মহিলা।পুরসভার পক্ষ থেকে এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।পাশাপাশি গোটা এলাকাকে স্যানিটাইজ করা হয়েছে।
গতকাল সেই আইনজীবী মহিলার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তের স্বামীকেও করোনা টেস্ট করানো হয় যদিও স্বামীর রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত মহিলাকে জলপাইগুড়ি করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ প্রথমে জলপাইগুড়ি ২৪নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা কংগ্রেসের নেতা অম্লান মুন্সি এলাকায় গিয়ে ওয়ার্ডের পক্ষ থেকে এলাকাটিকে স্যানিটাইজ করেন। পাশাপাশি সবুজ রিবন লাগিয়ে দেওয়া হয়।