ব্রেইন টিউমার দিবসে বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার ৮ জুন ছিলো বিশ্ব ব্রেইন টিউমার দিবস।ওই বিশেষ দিনকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শিলিগুড়ি এস এফ রোডের নার্সিং হোমে সাংবাদিক বৈঠক করেন বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী। ব্রেইন টিউমার কেন হয়, কি করলে ব্রেইন টিউমার এড়ানো যায় তার বিভিন্ন দিক সেখানে মেলে ধরেন ডাঃ মলয় চক্রবর্তী।
শিলিগুড়ি সহ উত্তর পূর্ব ভারতে মস্তিষ্ক শল্য চিকিৎসার ক্ষেত্রে রীতিমতো বিপ্লব তৈরি করেছেন ডাঃ মলয় চক্রবর্তী। গরিব সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি অনেক কম খরচেও মস্তিষ্কের অপারেশন বা চিকিৎসা করেন। তাঁর কাছে ব্রেইন টিউমার অপারেশন করিয়ে যাঁরা উপকৃত হয়েছেন তাঁরাও এদিন তাদের বক্তব্য মেলে ধরেন