
নিজস্ব প্রতিবেদন ঃ একেই বলে সেবার সৌন্দর্য। অন্যকে সেবা দেওয়া আসলে মানুষের মনের সৌন্দর্যের বহিঃপ্রকাশ।
ডুয়ার্সের হাসিমারাতে অনগ্রসর একটি মেয়ের বিয়ের জন্য সহযোগিতা নিয়ে এগিয়ে এলেন বিভিন্ন মানুষ।
স্থানীয় সমাজসেবী শুক্লা দেবনাথ মেয়েটিকে বিয়ের দিন সাজিয়ে দিয়েছেন নিজের হাতে।
বিয়ের অনুষ্ঠানে কনে সাজিয়ে দুটো পয়সা রোজগার হয় শুক্লার।কিন্তু এই অনগ্রসর মেয়েটিকে বিয়ের অনুষ্ঠানে শুক্লা এইচডি সাজগোজ করিয়েছেন বিনা পয়সাতেই।
