শিলিগুড়িতে জলের সমস্যা মেটাতে আটটি ডিপ টিউবওয়েল

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের মানুষের সমস্যার কথা শোনার জন্য প্রতি শনিবার ভোরে টক টু মেয়র কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার সেই কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র গৌতম দেব বিভিন্ন মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন। এদিন মূলত দেখা গিয়েছে জলের সমস্যা নিয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয় মেয়রকে। বিভিন্ন ওয়ার্ডের জলের সমস্যা মেটাতে শহরজুড়ে আটটি ডিপ টিউবল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি টিউবল বসানোর কাজে ৮০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। এই বিষয়ে সমস্ত রকম প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে গিয়েছে। অতি দ্রুত বিভিন্ন ওয়ার্ডে এই ডিপ টিউবল বসানোর কাজ শুরু হবে বলে জানান তিনি।