নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়িতে বই মেলা

নিজস্ব প্রতিবেদনঃনেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ি শহরে শুরু হল বইমেলা। মঙ্গলবার বিকেলে একটি র‍্যালি‌র মধ‍্য দিয়ে সূচনা হয় এই বই মেলার।নেতাজী সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্ম বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে ও নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ব‌ইমেলার আয়োজন করা হয়েছে। শহরের রবীন্দ্রভবনের মাঠে ৯ই মার্চ থেকে ১৫ই মার্চ পযর্ন্ত চলবে এই মেলা। সবমিলিয়ে ৩০ টির বেশি প্রকাশনা সংস্থা বিভিন্ন রকমের বই নিয়ে মেলায় অংশ নিয়েছে। বইমেলা উপলক্ষে রবীন্দ্রভবন প্রাঙ্গনের নামকরণ করা হয়েছে আজাদ হিন্দ প্রাঙ্গন। বইমেলা উপলক্ষে ইতিমধ্যে‌ই একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক চয়ন অধিকারী ও গৌতম গুহ রায় মেলাকে সর্বাত্মকভাবে সার্থক করতে সবরকম প্রয়াস চালাচ্ছেন।