ভয়ঙ্কর এক ব্রেন টিউমার এই ছাত্রের মাথায়, বসা হলো না মাধ্যমিকে

বাপি ঘোষ : এবারই মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিলো নীলাভ-র।কিন্তু ও বসতে পারছে না।ওর বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার হল ঘরে যাওয়ার আগে আক্ষেপ করে যাচ্ছে নীলাভ-র জন্য। কেও আবার ওকে মনে সাহস দিয়ে যাচ্ছে। সবার কথাই মন দিয়ে শুনছে নীলাভ কিন্তু কোনো জবাব দিতে পারছে না। কারন মাথার মধ্যে থাকা এক ব্রেন টউমার নীলাভর মুখ বন্ধ করে দিয়েছে। সেই ভয়ঙ্কর ব্রেন টউমার নীলাভর চলাফেরা বন্ধ করে দিয়েছে। সেই ব্রেন টউমার নীলাভর পড়াশোনাতো বন্ধই করে দিয়েছে তার সঙ্গে ওর সৃজন প্রতিভা যেমন অঙ্কন,সিন্থেসাইজার বাজানো,টেবিল টেনিসের অনুশীলন সব কিছুকেই ভেঙে চুরমার করে দিয়েছে। আজ হুইল চেয়ারে বসে শুধু ভিতরের যন্ত্রণায় ছটফট করছে এই প্রতিভাবান কিশোর।
ওর বাবা নেই। বাবা মৃদল বোস ২০১৯ সালে প্রয়াত হয়েছেন।বাড়ি ওদের শিলিগুড়ি হাকিমপাড়ার বলাই দাস চ্যাটার্জী রোডে।পরিবারের একমাত্র সন্তান নীলাভ। ২০২২ সালের জুন মাসের আগেও বেশ ভালোই ছিলো নীলাভ।শিলিগুড়ি সেবক রোডের সারদা শিশু তীর্থে নবম শ্রেণিতে পড়তো ও। ক্লাসের ফার্স্ট বয়।পড়াশোনায় ছিলো তুখোড় আর অঙ্কে ছিলো আরও তুখোড়। তার সঙ্গে সিন্থেসাইজারে বিভিন্ন রবীন্দ্র সঙ্গীত ও তুলতো। রং তুলিতে অসাধারণ সব ছবি আকতো।আবার টেবিল টেনিস ব্যাট বল হাতে ও ছিল প্রানবন্ত। ওর প্রতিভা এবং মেধা সেই সঙ্গে সারদা শিশু তীর্থের শৃঙ্খলা মেনে চলার আগ্রহ ওকে সকলের কাছে আদরের ছাত্র করে তুলেছিল। কিন্তু হঠাৎ একদিন ওর মাথা ঘুরে যায়, হাত ঝিনঝিন করতে থাকে। তারপর ওর অসহায় মা কুহেলি বোস এদিক ওদিক ছোটাছুটি করে জানতে পারেন ওর মাথায় ব্রেন টউমার হয়েছে। বারবার কুহেলিদেবী বেঙ্গালুরু দৌড়ে গিয়েছেন,২২ লক্ষ টাকার ওপর এ পর্যন্ত খরচ করে ফেলেছেন।কিন্তু সুস্থ হয়নি নীলাভ। চিকিৎসকরা বলছেন,মস্তিষ্কের পিছনে এমন স্থানে ওর ব্রেন টউমার হয়েছে যা অপারেশন করা কোনোভাবেই সম্ভব নয়।রেডিওথেরাপি, টমোথেরাপি সব হয়েছে। কিন্তু ফলাফল শূন্য। এখন হোমিওপ্যাথি এবং ফিজিওথেরাপি করে একমাত্র সন্তানকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মা কুহেলি বোস। কিন্তু এই চিকিৎসা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য খরচ রয়েছে। সকলের মানবিক প্রয়াসের জেরে যদি নীলাভ আবার কথা বলতে পারে এবং চলাফেরা করতে পারে তবে এই নীলভ একদিন দেশের বড় সম্পদ হতে পারে। একটি সম্ভাবনাময় ছাত্রের প্রতিভার যাতে মৃত্যু না হয় তারজন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে। বিশিষ্ট সমাজসেবী, স্কুল শিক্ষিকা এবং পরিত্রাণ সহভাগিতার মানবিক কর্মী এবং বাচিক শিল্পী পৃথা সেন নীলাভর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সকলের কাছে নীলাভোর জন্য মানবিক মুখ নিয়ে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি । নীলাভকে সহযোগিতা করার নম্বর এবং ব্যাঙ্ক ডিটেইলস দেওয়া হলো এখানে —–
যোগাযোগ:-*(নীলাভ-র মা) 9547480529
*PhonePay No.:-* 9547480529
*Bank details:-*
KUHELI BOSE
A/C No. 7180154599
Indian Bank
Branch- Siliguri
IFSC Code- IDIB000S024
Type of Account- Savings

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :