কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র বাংলায় করার দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দির পাশাপাশি যাতে বাংলাতেও হয় সেজন্য দাবি জানালেন শিলিগুড়ির বিশিষ্ট বাংলা ভাষা অনুরাগী আশীষ ঘোষ। শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীতে তাঁর বাড়ি।তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। নিজের কাজের ফাঁকে কোথাও কখনোই বাংলা ভাষার দাবিতে আন্দোলন হলে তিনি স্বেচ্ছায় সেই আন্দোলনে যোগ দেন।বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি ডাঃ মুকুন্দ মজুমদারের নেতৃত্বে বাংলা ভাষা রক্ষার দাবিতে বিভিন্ন আন্দোলন হলে তাতে আশীষবাবু যোগ দিয়েছেন। আসন্ন একুশে ফেব্রুয়ারি স্মরণ করার সঙ্গে সঙ্গে আশীষবাবু বলেন,পশ্চিমবঙ্গে যেসব যানবাহন চলাচল করছে সেই সব যানবাহনে নম্বর প্লেট ইংরেজির পাশাপাশি বাংলাতেও হোক।অন্যান্য রাজ্যে যানবাহনের নম্বর প্লেট স্থানীয় আঞ্চলিক ভাষায় লেখা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে কেন তা বাংলা ভাষায় হবে না? একুশে ফেব্রুয়ারি শুধু মাত্র একটি মাতৃভাষা দিবস পালন করাই নয়,সারা বছর ধরেই বাংলা ভাষার ব্যবহার ও প্রচার প্রসারে ধারাবাহিকভাবে সকলে মিলে কাজ করা দরকার বলে আশীষবাবু মনে করেন।