শিল্পী পালিত ঃঃ আজ আত্মকথা বিভাগে মধুমিতা রায় লিখেছেন তার কথা —
আমি মধুমিতা। মধুমিতা রায় ভালবাসি তাই কবিতা লিখি,কবিতা বলি।অক্ষরে শব্দে,বাক্যে ছড়িয়ে দিই আমার অনুভব।ভালবাসি তো অনেক কিছুই,যা সুন্দর তাই আমার প্রিয়।আঁকা আমার শখ।রং- তুলি বা ফেব্রিক ইচ্ছে হলে সবার সাথেই আছি।পেশায় শিক্ষিকা।একটি বেসরকারী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করি।প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ” উড়ান” প্রকাশিত হয়২০১৭ সালের বইমেলায়।দ্বিতীয় কাব্যগ্রন্থ ” তখনও বৃষ্টি আসেনি”।বিভিন্ন পত্রিকায় লিখি নিয়মিত।এই বইমেলায়( ২০২০) ঋক প্রকাশনী থেকে প্রকাশিত প্রেমের কবিতা সংকলন ” চিরসখা হে” এর সম্পাদনা করেছি মৌমিতা ভট্টাচার্যের সাথে।আমার কবিতাও রয়েছে এই সংকলনে।এছাড়া কাজরী বসু সম্পাদিত ঋতবাক প্রকাশনীর কবিতা সংকলন ” জোয়ারে কবিতাগন্ধ” তে আছে আমার ১০ টি কবিতা।আমি বাচিক শিল্পী হিসাবে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি।আমার আবৃত্তি শিক্ষাকেন্দ্রের নাম” উড়ান”।
ফেসবুকের মাধ্যমে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে।আমার কবিতা পৌঁছেছে অনেকের কাছে।
প্রকৃতি আমার ভীষন প্রিয়।ভালবাসা আমার অস্ত্র।সকলে ভালো থাকুক,সৃজনে থাকুক।
পথ অনেক দুঃখ দেয়,ভালবাসাও তো দেয়।
সেই ভালবাসাকে পাথেয় করেই আমার পথ চলা।