শিলিগুড়িতে বানিজ্য সন্মেলনে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদন : কর্ম নেই, কর্ম নেই বলে যখন আলোচনা হচ্ছে চারদিকে তখন শিলিগুড়িতে এক বানিজ্য সম্মেলনে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এলো।
শিলিগুড়ির কাওয়াখালীর বিশ্ববাংলা শিল্পী হাটে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার । সেখানে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণান দ্বিবেদি উপস্থিতি ছিলেন। সেই সম্মেলনেই ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। এইসব প্রস্তাবের ওপর আগামী ১ থেকে ২ বছরের মধ্যেই বেশিরভাগ কাজ হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব। উত্তরবঙ্গের আটটি জেলা থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং শিল্পোদ্যোগীরা সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বাণিজ্য ক্ষেত্রে কি কি কাজ এই কয়েক বছরে করেছে এবং আগামীদিনে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় সন্মেলনে। এঢ়াড়া আগামীতে তারা কোন ব্যবসায় কত টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন তার প্রস্তাব রাখেন শিল্পোদ্যোগীরা। প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্পোদ্যোগীদের সবরকম
সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব।পরে সংবাদমাধ্যমের কাছে মুখ্য সচিব বলেন, বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গে শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং বর্তমানে উত্তরবঙ্গ শিল্প সংস্কৃতি উভয় দিক থেকে অনেক বেশি উন্নত। আগামীতে যাতে এখানে আরো শিল্পের ক্ষেত্রে উন্নয়ন হয় তার জন্য সবরকমভাবে সহযোগিতা করা হবে, কাজেই অন্য শিল্পোদ্যোগীদেরও পিছিয়ে না থেকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন মুখ্যসচিব। একই সঙ্গে উত্তরবঙ্গে বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মুখ্যসচিব জানান।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ