অবসর নিয়েও অবসর নেই অবকাশের এই অবসরপ্রাপ্তদের,বিপ্লবী বাঘাযতীনকে শ্রদ্ধা জানিয়ে বিলি করলেন কম্বল

নিজস্ব প্রতিবেদন : তাঁরা কেও রাজ্য সরকার, কেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করেছেন। চাকরি থেকে অবসর নিয়েও তাঁরা বসে থাকতে চান না।তাই প্রতিদিন দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত তাঁরা শিলিগুড়ি বাঘাযতীন পার্ক লাগোয়া বাঘাযতীন রোডে একসঙ্গে মিলিত হন।চাকরি জীবনের বিভিন্ন স্মৃতি একে অপরকে শেয়ার করেন তার সঙ্গে অবসর সময়টা যাতে বাড়িতে বসে বা ঘুমিয়ে ঘুমিয়ে পার না হয় তারজন্য তাঁরা কিছু কাজে নিজেদের লিপ্ত রেখেছেন। এরমধ্যে অন্যতম প্রধান কাজ হলো সমাজের জন্য সেবা বা মানবিক কাজ চালিয়ে যাওয়া। তাই অবসর জীবনে আড্ডার ফাঁকেই তাঁরা ইতিবাচক ভাবনার কাজ ছড়িয়ে দিতে বিভিন্ন রকম জনহিতকর কাজে নিজেদেরকে লিপ্ত রেখেছেন ধারাবাহিকভাবে।আর সেই সব কাজ করার জন্য তাঁরা তাদের সংস্থার নামও রেখেছেন অবকাশ।বৃহস্পতিবার বিপ্লবী বাঘাযতীনের জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে তাঁরা দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন। তার আগে বিপ্লবী বাঘাযতীনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান।শিলিগুড়ি বাঘাযাতীন পার্কের আশপাশে বিপ্লবী বাঘাযতীনের একটি মূর্তি বসানোরও দাবি করেন তাঁরা। প্রসঙ্গত বিপ্লবী বাঘাযতীনের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে শিলিগুড়ি টাউন স্টেশনের স্মৃতি। শিলিগুড়ি টাউন স্টেশনে এক ইংরেজ সাহেবকে ঘুষি মেরেছিলেন বাঘাযতীন। সেই বাঘাযতীনের দেশ প্রেম এবং দেশের জন্য তাঁর আত্মত্যাগ এদিন কৃতজ্ঞ চিত্তে স্মরন করেন অবকাশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। সেখানে অবকাশের তরফে প্রকাশ চন্দ্র রাহা বিপ্লবী বাঘাযতীনের লড়াকু জীবন নিয়ে আলোচনা করেন।তিনি জানান,গতবছর তাঁরা সবাই মিলে মশারি বিতরণ করেছিলেন।এবারে কম্বল বিতরণ করছেন।মাঝেমধ্যেই তাঁরা সেবামূলক বিভিন্ন রকম কাজ করেন।নিজেদের পেনশনের টাকায় তাদের এই সেবামূলক কাজ চলে।এদিন সেখানে বিপ্লবী বাঘাযতীনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেবব্রত বোস,অজিত ঘোষ,বিপ্রদাস ঘোষাল,কমল কুমার দেব,কার্তিক ঘোষাল,মানিক কুন্ডু,বাচ্চু বোস,নয়ন মিত্র, নৃপেন্দ্র নাথ সরকার, প্রদীপ রায়,প্রবীর রায়,রতন ভৌমিক, রঞ্জিত গুহ,সরত পাল,সুকান্ত দাস,তুষার মজুমদার, সমীর দে,জীবেশ মুন্সি,প্রকাশ চন্দ্র রাহা,কমলেশ্বর দাস,জে কে শর্মা,মনীশ বসু রায়,দেবীদাস ভট্টাচার্য, মনোজ ধর,পার্থ চক্রবর্তী, শঙ্কু গুপ্ত, ববিন সাহা সহ অন্যরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-