নিজস্ব প্রতিবেদন ঃ প্রতি বছরের মতো এবারও বড় দিনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান পালনের প্রস্তুতি নিয়েছে শিলিগুড়ি প্রধান নগরের চার্চ অফ আওয়ার লেডি ক্যুইন। করোনা সতর্কতা মেনেই অবশ্য সব অনুষ্ঠান হবে। সেই চার্চের ফাদার নরেশ বেক সকলকে বড় দিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি তাঁর বার্তায় বলেছেন, প্রভু যীশুর ওপর আমরা বিশ্বাস বা ভরসা রাখলে করোনাকে অবশ্যই হারাতে পারবো।প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানুষ সর্বোপরি সমস্ত প্রানীর মুক্তির জন্য।