নিজস্ব প্রতিবেদন ঃ মালদা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা কমাতে এবার উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিভাবে জেলার মধ্যেই কর্মসংস্থান বাড়ানো যায় তা নিয়ে বুধবার মালদায় প্রশাসনিক বৈঠকের বেশকিছু রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মধ্যে প্রথম বাণিজ্যিক পোল্ট্রি মুরগির খামার ও ডিম উৎপাদন কেন্দ্র মালদায় চালু হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি শিল্পপার্কের সঙ্গে তাঁত শিল্পকে যুক্ত করে নতুন কর্মসংস্থান তৈরি করা যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে মালদায় উৎপাদিত বিপুল পরিমান মাখনা ফলকে কেন্দ্র করে কিভাবে বিকল্প কর্মসংস্থান সম্ভব তারও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
বুধবার দুপুর সাড়ে বারোটায় মালদা কলেজ অডিটোরিয়াম শুরু হয় প্রশাসনিক বৈঠক । প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই প্রশাসনিক বৈঠক। যেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা।
এদিনের প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন মালদার আট জন তৃণমূল বিধায়ক। মালদা জেলা পরিষদের ৩৪ জন সদস্য, ১৫ টি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্যরা।
এদিন প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মোট ২১৪ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ৩৮ টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৩৯৬ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে ৫৯টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষকে বাংলায় কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। অন্যান্য রাজ্যে সেখানকার বাসিন্দারা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পান । তাহলে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীরা নিজেদের রাজ্যে সুযোগ পাবেন না কেন।
মুখ্যমন্ত্রী বলেন , মাসে ২৭০ কোটি করে পোল্ট্রির ডিম বাইরে থেকে আসছে। ডিম উৎপাদনে আমাদের স্বনির্ভর হতে হবে। তাতে প্রচুর কর্মসংস্থান হবে। তিনি বলেন, রাজ্যের মধ্যে প্রথম মালদায় বাণিজ্যিক ভিত্তিতে ডিম উৎপাদন কেন্দ্র খোলা হচ্ছে। ৪০ একর জায়গার উপরে এই বড় মাপের বাণিজ্যিক পোল্ট্রি ফার্ম তৈরি করছে রাজ্য সরকার। এই খামারে প্রতিদিন তিন লক্ষ ডিম উৎপাদিত হবে। পাশাপাশি ১০০ দিনের কাজ প্রকল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাজ্য সরকারের এই পোল্টি ফার্ম । এখানে ১৬ লক্ষ কর্মদিবস তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, রাজ্যের তাঁত শিল্পকে ঘুরে দাঁড়াতে হবে। সেই জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। মালদায় ১৪ একর জমির ওপর গড়ে ওঠা শিল্পপার্কে তাঁত ও পাওয়ারলুম বসানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন , ওই শিল্পের জন্য আরও সাত একর জমি দেওয়া হবে। তাতে করে তাঁত ও পাওয়ার লুমের মাধ্যমে কাপড় উৎপাদনের ক্ষেত্রে জোর দিতে হবে।
মালদার মাখনা চাষ নিয়েও এদিন গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে বলেছেন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সঙ্গে হাত মিলিয়ে মাখনা চাচি ও প্রস্তুতকারকদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। এখন এই শিল্পে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকেরাই অধিক সংখ্যায় কাজ করেন । সেই জায়গায় যেন মালদার স্থানীয় মানুষই কাজ পান , তার নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠকের পর হেলিকপ্টার করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী ।