নিজস্ব প্রতিবেদন ঃ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এজটু করে *শীতের হালকা আমেজ তৈরি হচ্ছে। এরমধ্যেই দার্জিলিংয়ের বড় আকৃতির কমলা বাজারে আসার অপেক্ষায় রয়েছেন কমলাপ্রিয় মানুষজন। তবে এইসময় জলপাইগুড়ির বাজারে ভুটান এবং নাগপুরের কমলালেবুর দেখা মিলেছে ।আর তা বিকোচ্ছেও দেদারে।*
দার্জিলিং এর কমলালেবু তেমনভাবে বাজারে না এলেও ভিন রাজ্যের নাগপুরের কমলা খেয়েই স্বাদ মেটাচ্ছেন আপামর বাঙালি, ছোট আকৃতির কিছু কমলাও এসেছে বাজারে ।।তবুও দার্জিলিংয়ের কমলার কদর আলাদা। আর তার অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ । এ বছর নাগপুরের কমলার আকৃতি ছোট হলেও বাধ্য হয়েই সেই কমলাগুলো খেয়েই দিন কাটাচ্ছেন মানুষ। এই কমলা খেতে অনেকটাই মিষ্টি যার এক একটির দাম চার থেকে পাঁচ টাকা। এই কমলাগুলোর দাম কম থাকায় বাজারে বিক্রিও হচ্ছে ভালোই । এক বিক্রেতা বলেন, এবছর কমলার ফলন ভালোই হয়েছে, তাই আশা করা হচ্ছে আগামী দিনগুলোতে ও কমলার দাম তেমনভাবে বাড়বে না। আর তাই সেই খুশিতে রয়েছে কমলা প্রিয় মানুষরা। কারণ শীতপড়লে দুপুরের রোদে কয়েক টুকরো কমলা না খেলে বাঙালির ভালো লাগেনা। তাই সেই দার্জিলিংয়ের কমলা আসার অপেক্ষায় রয়েছেন মানুষ। খুচরো কমলা বিক্রেতাদের বক্তব্য, ভুটানের কমলা জলপাইগুড়ির বাজারে ঢুকেছে। আমরা ক্রেতাদের ভুটানের কমলালেবু বলেই বিক্রি করছি।এই কমলা খেতে ভালো, কমলার সুন্দর গন্ধ এবং টেস্টও রয়েছে। আপাতত ভুটান ও নাগপুরের কমলা খেয়েই খুশি রয়েছে কমলাপ্রেমী মানুষজনেরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—