নিজস্ব প্রতিবেদন ঃ কখনো তিনি মন দিয়ে শোনেন,সবাই তো সুখী হতে চায় তবু কেও সুখী হয়, কেও হয় না।আবার কখনো শোনেন কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মান্না দে-র গানতো আছেই তার সঙ্গে মানুষ মানুষের জন্য কিংবা গঙ্গা আমার মা, পদ্মা আমার মা — ভূপেন হাজারিকার কালজয়ী গানগুলো তাঁর মনে শিহরণ জাগায়।এর পাশাপাশি শিল্পী নচিকেতার জীবনমুখী বিভিন্ন বাংলা গান শোনার নেশায় তিনি ডুব দেন।আর সেসব বাংলা গান শুনতে শুনতেই তিনি মনের ভিতরে বিভিন্ন বাংলা গানের শব্দ ভান্ডার তৈরি করেছেন।সেই সব শব্দ ভান্ডার তাঁকে বাংলা ভাষাতে একটি কবিতার বই লেখাতে উদ্বুদ্ধ করলো। ৪২টি বাংলা কবিতা নিয়ে শনিবার শিলিগুড়িতে নিজের লেখা কবিতার বই তবুও আমি কবি প্রকাশ করলেন অসম নিবাসী অসমিয়া কবি রাজুমনি শইকিয়া।পেশায় তিনি একজন স্কুল শিক্ষক কিন্তু নেশা তাঁর কবিতা লেখা। সেই সঙ্গে বিভিন্ন ভাষার চর্চা করতে তিনি ভালোবাসেন। কানাডার ভাষার ওপরও তাঁর বেশ দখল রয়েছে। তবে তাঁর মাতৃভাষা বাংলা না হলেও বাংলা ভাষার প্রতি রয়েছে তাঁর প্রেম।জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কবি সন্মেলনে তিনি যোগ দিয়েছেন।রয়েছে অনেক পুরস্কারও।অসমের মরিগাঁও জেলার জাগীতে তাঁর বাড়ি। শনিবার তিনি শিলিগুড়িতে খবরের ঘন্টার কাছে বলেন,বাংলা ভাষা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ মিষ্ট ভাষা।এই ভাষাতেই নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই ভাষাতেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করে নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মতো বহু মহৎ দেশপ্রেমিকের জন্ম হয়েছে। তাই এই ভাষার প্রতি তাঁর বিপুল শ্রদ্ধা রয়েছে। আর তাঁকে প্রথম কবিতা লেখার প্রতি অনুপ্রাণিত করেন একজন বাঙালি কবিই।সেই কবি তাঁর কবিতা লেখার প্রতি আগ্রহ দেখে তাঁকে পরামর্শ দেন,তুমি বাংলা গান শোনো।গান শুনে শুনেই তুমি বাংলা ভাষা শিখতে পারবে।আর সত্যি তাই,প্রথাগতভাবে বাংলা ভাষা না শিখলেও স্রেফ বাংলা গান শুনে শুনে তিনি ৪২টি বাংলা কবিতা নিয়ে তাঁর কবিতার বই তবুও আমি কবি প্রকাশ করে ফেললেন যা এখানকার কবি সাহিত্যিকদের মধ্যে বেশ উদ্দীপনা তৈরি করেছে।অসমের এই বিস্ময়কর কবি প্রতিভা রাজুমনি শইকিয়াকে তাই শনিবার সংবর্ধনা বা স্বীকৃতি জানাতে ভুল করলেন না শিলিগুড়ি প্রধান নগর বাঘাযতীন কলোনির সাহিত্য অনুরাগী ও কবি অর্চনা মিত্র। অর্চনাদেবী তাঁর প্রিয় ভাই প্রয়াত শিবশঙ্কর দে-র প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন রাজুমনি শইকিয়াকে শ্রদ্ধা বা সংবর্ধনা জানান। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ অসমিয়া কবি রাজুমনি শইকিয়াকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। সজলবাবু বলেন,বাংলার সন্তানেরা যখন ইংরেজি শিখতে গিয়ে নিজেদের মাতৃভাষা ভুলে যাচ্ছে তখন অসমিয়া হয়েও রাজুমনি শইকিয়ার বাংলা ভাষার প্রতি আগ্রহ একটি অনুপ্রেরণা বা শিক্ষার বিষয় বইকি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—