উৎসব অনুষ্ঠান হলেই সবুজায়নের ভাবনায় শুধু গাছের চারা বিলি করছে এই সংস্থা

নিজস্ব প্রতিবেদন ঃ চারদিকে রাস্তাঘাট উন্নয়নের জেরে অনেক গাছ কাটা পড়ছে। অথচ গাছের কোন বিকল্প নেই। একটি গাছ কাটা হলে দশটি গাছ রোপন করা প্রয়োজন। কেননা উষ্ণায়ন বাড়ছে। গরম বাড়তে থাকায় মানুষের কষ্ট বাড়ছে। তাই গাছের কোন বিকল্প নেই। এই বিষয়টি উপলব্ধি করে স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন এখন কোনও উৎসব অনুষ্ঠান হলেই গাছের চারা বিলি করছে। সম্প্রতি স্বাধীনতা দিবসের দিন তারা বিভিন্ন স্থানে গাছের চারা বিলি করেন। একই সঙ্গে রাখি বন্ধনের দিনও পুলিশকর্মীদের রাখি পড়িয়ে গাছের চারা বিলি করেন তাঁরা। শিক্ষক দিবসের দিনও সেই ধারাবাহিকতা বজায় রাখল জি এইচ আর পিস ফাউন্ডেশন। তবে এ বছরই শিক্ষক দিবসের দিন থেকে আরেকটি সুন্দর কাজ শুরু করলো এই সংস্থা। সংস্থার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদিকা বিন্দু শর্মা জানিয়েছেন, তারা স্থির করেছেন এবার থেকে যেসব স্কুল পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতির প্রসারে ভালো কাজ করবে তাদেরকে তারা প্রতিবছর শিক্ষক দিবসের দিন সংবর্ধনা জানিয়ে উৎসাহিত করবেন। বাংলা ছাড়াও হিন্দি, ইংরেজি, নেপালি বিভিন্ন মাধ্যমের স্কুলকে প্রতি বছর শিক্ষক দিবসের দিন তারা সম্মান জানাবেন। এবছর সেই কর্মসূচি শুরুর অঙ্গ হিসাবে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ওই ফাউন্ডেশন শিলিগুড়ি চম্পাসারি মিলনমোড় নেওপানি লেনে অবস্থিত লিটল এঞ্জেল স্কুলকে সম্বর্ধনা জানালো। সেই স্কুলের ডিরেক্টর দীপক শর্মা থেকে শুরু করে অধ্যক্ষা রাধিকা শর্মা, সভাপতি নির্মলা শর্মা সহ সমস্ত শিক্ষকশিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা সারা বছর ধরে পড়াশোনার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধুলার সুস্থ ভাব ছেলেমেয়েদের মধ্যে বিস্তার করে চলেছেন। সেই কারণে ডিরেক্টর দীপক শর্মা, অধ্যক্ষা রাধিকা শর্মা, সভাপতি নির্মলা শর্মাকে স্মারক তুলে দিয়ে সম্মান জানিয়েছেন সংগঠনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদিকা বিন্দু শর্মা। বিন্দুদেবী জানিয়েছেন, সেই অনুষ্ঠানে তারা সব শিক্ষক শিক্ষিকার হাতে গাছের চারা বিলি করেছেন। সেখানে সম্মান পত্র পাঠ করেন সংস্থার কোঅর্ডিনেটর সারিকা গুপ্তা। অনুষ্ঠানে শম্পা সরকার, গায়ত্রী শর্মা, সাগরিকা তেওয়ারি, আরতি তামাং, তারা শর্মা প্রমূখ উপস্থিত ছিলেন। চারদিকে সবুজায়নের পরিবেশ তৈরি করতে জি এইচ আর পিস ফাউন্ডেশনের এই পরিবেশপ্রেমী মানসিকতাকে শিক্ষাপ্রেমী মহল কুর্নিশ জানাচ্ছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–