দক্ষিন শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত দৌড়ে পদক জয়ী সীমা চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শিক্ষক দিবস। মঙ্গলবার শিক্ষক দিবসের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মাস্টার্স এথলেট মিট ২০২৩ এর পদক বিজয়ী সীমা চক্রবর্তী, এনজেপি রেলওয়ে কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপি চন্দ, বিশিষ্ট সমাজসেবী প্রভাস সাহা, শিক্ষক হরিপ্রসাদ রায় সহ আরো অনেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার শুরুতে স্বাগত ভাষণের সময় সকলের পরিচিতি প্রদান করেন এবং জাতীয় শিক্ষক ডঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণান এর প্রতিকৃতিতে মাল্যদান করেন। অতিথি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী প্রত্যেকেই একে সেখানে এসে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
মহিলা দৌড়বিদ সীমা চক্রবর্তী শিশুদের পড়াশোনা ও খেলাধূলায় উদ্বুদ্ধ করেন। বাপি চন্দ ছাত্র শিক্ষকের নিবিড় সম্পর্কের প্রসঙ্গে আলোচনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় শিক্ষকের জীবনী ও কর্মস্পৃহা সম্পর্কে আলোচনা করেন।এরপর বক্তব্য, গান,চন্দ্রযান ৩ ও সাধারণ জ্ঞানের ওপর ওপেন ক্যুইজ প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
https://youtu.be/2YeUoBMuB74?si=1_PE5dE3UspfxZ2Y