সংক্রমন কমলেও করোনাবিধিতে কোনও ঢিলেমি দেওয়া চলবে না, জানালেন সি এম ও এইচ

নিজস্ব প্রতিবেদন ঃ ইদানীং করোনার সংক্রমন একটু কমলেও করোনা কিন্তু বিদায় নেয়নি।তাই করোনা বিধি মেনে চলার বিষয়ে কোনও অবহেলা করা চলবে না। বুধবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা সেবায়ন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই কথা জানান দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য। তিনি সেখানে আরও জানান, করোনা মোকাবিলায় গোটা বাংলাই ভালো কাজ করেছে। দার্জিলিং জেলাও সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্য কর্মী, নার্স, ডাক্তার সবাই মিলে দিনরাত করোনার বিরুদ্ধে লড়াই করেছেন। বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাংবাদিকদের ভূমিকাও ছোট করে দেখলে চলবে না। সকলের মিলিত প্রয়াসের জেরেই আজ কিছটা নিঃশ্বাস ফেলা যাচ্ছে। তবে করোনা যেহেতু এখনো বিদায় নেয়নি তাই করোনা বিধি কিন্তু মেনে চলতে হবে। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন আয়োজিত সেই অনুষ্ঠানে সি এম ও এইচ ছাড়া এসিএমওএইচ ডাঃ মহেশ্বর, নকশালবাড়ির বি এমওএইচ ডাঃ কুন্তল ঘোষকে করোনা যোদ্ধা হিসাবে সংবর্ধনা দেওয়া হয়। খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষকেও সেখানে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া খবরের ঘন্টার সহসম্পাদিকা শিল্পী পালিতের আবেদনে সাড়া দিয়ে যাঁরা এইচ আই ভি আক্রান্ত পরিবারের প্রান্তিক শিশুদের এই করোনা পর্বে বেবি ফুড তুলে দিয়েছেন তাদের মধ্যে বাবলি ব্যানার্জী, শিখা শুক্লা বৈদ্য সরকার,তার স্বামী নিলেন্দু শুক্লা বৈদ্য সরকারকে এদিন সংবর্ধনা দেওয়া হয়েছে। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি করোনা পর্বে যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন সেই জন্য তার ভূয়সী প্রশংসা করেন সি এম ও এইচ ডাঃ প্রলয় আচার্য। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এইচ আই ভি আক্রান্ত প্রান্তিক মানুষদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের তরফ থেকে।