অতিরিক্ত যাত্রীর ভিড় কমাতে রাঙ্গাপাড়া নর্থ ও বিশাখাপত্তনমের মধ্যে সাপ্তাহিক স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদন ঃ যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে রাঙ্গাপাড়া নর্থ ও বিশাখাপত্তনমের মধ্যে একটি সাপ্তাহিক স্পেশাল ট্রেন চলতি জুলাই মাস থেকে চার ট্রিপের জন্য চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ওই সাপ্তাহিক স্টেশন স্পেশাল ট্রেনগুলোর মধ্যে রয়েছে ০৮৫৬১ রাঙ্গাপাড়া নর্থ থেকে বিশাখাপত্তনম, এই জনসাধারণ সাপ্তাহিক স্পেশাল ১১, ১৮, ২৫ জুলাই ও ৩১ আগস্ট তারিখে প্রত্যেক মঙ্গলবার রাঙাপাড়া নর্থ থেকে ৫:১৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন ১৫ দশমিক তিন পাঁচ ঘন্টায় গন্তব্যস্থল বিশাখাপত্তনমে পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৮৫৬২ বিশাখাপত্তনাম থেকে রাঙাপাড়া নর্থ জনসাধারণ সাপ্তাহিক স্পেশাল ৯,১৬,২৩ ও ৩০ জুলাই তারিখে প্রত্যেক রবিবার বিশাখাপত্তনম থেকে ০০.১০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১০.০০ ঘন্টায় গন্তব্যস্থল রাঙ্গাপাড়া নর্থে পৌঁছাবে। এই সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য উভয় দিক থেকে বিজিয়ানগরম,পালাসা, ব্রহ্মপুর,ভুবনেশ্বর, কটক,খড়গপুর, ডানকুনি,বর্ধমান, মালদা টাউন,বারসোই,নিউ জলপাইগুড়ি, মাথাভাঙা, নিউ কোচবিহার, কোকরাঝাড়,নিউ বঙ্গাইগাঁও,রঙিয়া ও ওদালগুড়ি স্টেশন হয়ে চলাচল করবে।ট্রেনটিতে১৭টি জেনারেল সিটিং কোচ থাকবে।যাত্রীরা টিকিট কাউন্টার অথবা ইউটিএস অ্যাপের মাধ্যমে ভ্রমণ টিকিট ক্রয় করতে পারবেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —