ভুটান সীমান্তের জয়গাতে নাইরোবি ফ্লাই

নিজস্ব প্রতিবেদন ঃ শুধু শিলিগুড়ি নয়, ভুটান সীমান্ত জয়ঁগা ও তার আশপাশে এবার নাইরোবি ফ্লাই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এখন পর্যন্ত জয়ঁগা স্বাস্থ্য কেন্দ্রে ১৩ জন আক্রান্ত হয়ে এসেছে চিকিৎসা করাতে। প্রতিদিনই তিন চার জন করে সেখানে ভিড় করছেন চিকিৎসা করাতে। বৃহস্পতিবার সকালেও তিনজন আক্রান্ত চিকিৎসা করাতে আসে।
লতাবাড়ি হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনুপম সরকার বলেন জয়ঁগাতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অযথা আতঙ্কিত হবার কারণ নেই। স্বাস্থ্য কেন্দ্রে এর ওষুধ পর্যাপ্ত আছে। আক্রান্ত হবার সঙ্গে সঙ্গে স্ব‍াস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।