নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ করোনা সংক্রমণ রুখতে বুধবার থেকে ব্যবসায়ী সমিতির উদ্যোগে পাঁচ দিনের জন্য পুরো শাট ডাউন শুরু হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায়।বন্ধ দোকানপাট, সবজি বাজার,যানবাহন প্রায় চলছে না।শুধু মাত্র চালু আছে জরুরি পরিষেবা ও সরকারি দপ্তর গুলি।
পথঘাট শুনশান। বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।কারন গত শুক্রবার শহরের এক ওষুধ ব্যবসায়ী ও তাঁর পরিবারের চার সদস্যের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।পরবর্তীতে ওই দোকানের তিন কর্মচারী ও ওই ওষুধ বিক্রেতার বাড়ির পরিচারিকাও করোনায় আক্রান্ত হন।উদ্ভুত পরিস্থিতিতে গোষ্ঠী সংক্রমণ এড়াতে শাট ডাউনের পরিকল্পনা নেয় ফালাকাটা ব্যবসায়ী সমিতি।ওই শাট ডাউনের প্রথম দিনে সম্পূর্ণ অচল আলিপুরদুয়ারের ফালাকাটা।