নিজস্ব সংবাদদাতা,মালদা ৮ জুলাই : মালদা রেলওয়ে ডিভিশনাল অফিস বন্ধ। জানা গেছে রেলওয়ে ডিভিশনাল অফিসের একজন সিনিয়র ক্লার্ক এবং তার স্ত্রী গতকাল রাতে করোনা পজিটিভ ধরা পড়ে। সেই কারণেই তড়িঘরি আজ ডিআরএম অফিস বন্ধ করে দেয়া হয়। অফিসকে কার্যত সিল করে দেওয়া হয়েছে।
অফিসের তরফে জানানো হয়েছে, যতদিন না অফিসকে পুরোপুরি স্যানিটাইজ করা হচ্ছে ততদিন এই ডিভিশনাল অফিস বন্ধ থাকবে। মালদা রেল ডিভিশন এর সমস্ত কাজকর্ম এই ডিআরএম অফিস থেকেই করা হয়। ফলে কিছুটা হলেও অসুবিধায় পড়লেন রেলকর্মীরা। তবে জরুরি পরিষেবার মধ্যে কন্ট্রোলরুমকে খোলা রাখার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।