নিজস্ব প্রতিবেদনঃ করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল গোটা দেশ। গত কয়েকদিনে দার্জিলিংয়ে সংক্রমনের সংখ্যা এক ধাক্কায় বেড়েছে অনেকটাই। তাই পাহাড়ের মানুষকে রক্ষা করতে এবার শতবর্ষ পুরনো ব্রিটিশ আমলের গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার বানানোর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। সরকারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন গ্লেনারিজের কর্ণধার। আগামী বুধবার থেকে চালু হবে এই আইসোলেশন সেন্টার।
এদিকে শিলিগুড়ি ইসকন মন্দিরের পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ,ইসকনের পরিচালনা মন্ডলির অন্যতম সদস্য এবং গুরুদেবের নির্দেশে শিলিগুড়ি ইসকনের পক্ষ থেকে শহরের অভাবী ও অসহায় করোনা আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাবার শনিবার থেকে সরবরাহ শুরু করা হলো। শনিবার ৫০ টি পরিবারকে পৌঁছে দেওয়া হয়। আগামী দিনে আরও বেশি সংখ্যক পরিবারের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। রান্না থেকে শুরু করে খাবার পৌঁছে দেওয়ার পুরো কাজটাই সম্পন্ন করলেন ভক্তরা।