ঝটিকা উত্তরবঙ্গ সফরে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া

নিজস্ব প্রতিবেদনঃউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে ক্রিকেট আকাদেমি গড়তে চলেছে সিএবি। বৃহস্পতিবার শিলিগুড়িতে এসে এমন কথা জানিয়ে গেলেন সিএবি র সভাপতি অভিষেক ডালমিয়া। একই সাথে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।এই এলাকার ক্রিকেটের পরিকাঠামো আরও কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে তিনি খোঁজ খবর করেন।পরিষদ সচিব কুন্তল গোস্বামী,ক্রিকেট সচিব মনোজ ভার্মা,শিলিগুড়ি রেফারি অ‍্যান্ড আম্পায়ার্স সংস্থার সহ সচিব রানা দে সরকার প্রমুখ অন‍্যান‍্যদের সাথে উপস্থিত ছিলেন এবং সভাপতি র সাথে ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।রেফারিজ অ‍্যান্ড আম্পায়ার্স সংস্থার পক্ষ থেকে রানা দে সরকার আগামীতে কলকাতায় ম‍্যাচ পরিচালনা করতে গেলে আম্পায়ারদের থাকা খাত্তয়ার ব‍্যবস্থা করার প্রস্তাব দিলে সি এবি র পক্ষ থেকে ব‍্যবস্থা করার আস্বাস দেওয়া হয়।