নিজস্ব প্রতিবেদন : ভালোবাসার সপ্তাহ শুরু হয়েছে রোজ ডের মাধ্যমে । প্রেমিক-প্রেমিকা ছাড়াও যে কোনও প্রিয়জনকে হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন এই সময়ই।ভালোবাসার ভাষা সহজেই প্রকাশ করা যায় গোলাপ ফুলের মাধ্যমে। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবচেয়ে বেশি।তবে রোজ ডের দিন বাজারে অনেকে গোলাপের পসরা সাজিয়ে বসলেও ক্রেতাদের তেমন দেখা যায়নি।গত বছরের তুলনায় এবার গোলাপের বিক্রি অনেকটাই কম বলে জানালেন বিক্রেতারা।অন্য সাধারণ দিনে দোকানে দুই হাজারের মতো গোলাপ রাখলেও রোজ ডে উপলক্ষ্যে পাঁচ থেকে আট হাজার গোলাপ রেখেছিলেন বিক্রেতারা। ৩০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা দরে একেকটি গোলাপ বিক্রি হয়।যদিও ভালোবাসার বিশেষ সপ্তাহ শেষ হয়ে যায়নি।১৪ই ফেব্রুয়ারীতো ভ্যালেন্টাইনস ডে।গোটা সপ্তাহ জুড়ে চলে ভালোবাসা আর ভালোবাসা। আর সেই ভালোবাসার প্রতীক বহন করে গোলাপ ফুল।
গোলাপ ফুল গুলো আসলে পৃথিবীর বুকে কিছু ছোট্ট হাসি মুখের মতো। প্রতিটি ফুল ফোটার জন্য তার নির্দিষ্ট সময় আছে, ফুল যেখানে রয়েছে সেখানে আশাও রয়েছে। প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে গোলাপ ফুল সহ সব ফুলের মাধ্যমে।ফুল হলো ভালোবাসার মতো।মানুষের
জীবনটাও যেন প্রতিটি গোলাপ ফুলের মতো– কিছুদিনের জন্য এর মধ্যে সুগন্ধ যুক্ত থাকবে, আবার কিছুদিন কাঁটার মতো যন্ত্রণা দিয়ে ভরা থাকবে।এখন কেও
যদি গোলাপের সুগন্ধ উপভোগ করতে চায় তাহলে তাকপ গোলাপের কাঁটাগুলোও মাথা পেতে বহন করতে হবে।
প্রতিটা গোলাপই নীরবে ভালোবাসার কথা বলে আর ভালোবাসা এমন একটা ভাষা যা শুধু হৃদয়ই বুঝতে পারবে।
ভালোবাসা এমন একটা ফুলের মতো যা কখনো স্পর্শ করা যায় না কিন্তু কল্পনায় সব সময় অনুভব করা যায়।
জীবনও যেন একটা ছোট্ট গোলাপ ফুলের মতো কারণ যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা বা সৌন্দর্য বা যৌবন আছে ততক্ষণ পর্যন্তই পাশে কিছু মানুষ ঘোরাঘুরি করবে ।
ভালোবাসা আসলেই একেকটা গোলাপ ফুলের মতো কারণ আপনি তাকে ধরে রাখার চেষ্টা করলে সে ঝরে পড়ে যাবে এজন্য তাকে তার মতো করে থাকতে দিন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: