জাতীয় এথলেটিক মীটে বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কর্তা

নিজস্ব প্রতিবেদন:পঞ্চম জাতীয় মাস্টার্স এথলেটিক মীটে চারটে সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিপিল জাম্পে রেকর্ড করে বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচন ধরে রাখলেন শিলিগুড়ি নবগ্রামের বাসিন্দা তথা প্রাক্তন পুলিশকর্তা শ‍্যামল পাল।* হায়দ্রাবাদে অনুষ্ঠিত পঞ্চম মাষ্টার এ্যাথ‍্যালেটিক মিটে শিলিগুড়ির প্রাক্তন পুলিশকর্তা ৪টে সোনা ও একটি ব্রোজ পদক পেয়ে এ শহরের নাম উজ্জ্বল করলেন।এই জয়ে শ‍্যামলবাবু খুব খুশি এবং আগামীতে তিনি আন্তর্জাতিক মিটের জন্য তৈরী হচ্ছেন বলে জানান।তিনি আরও জানান যে এবারের মাষ্টার মিটে তাঁর সব থেকে বড় প্রাপ্তি ত্রিপিল জাম্পের রেকর্ড ও এবার নিয়ে দ্বিতীয় বারের জন‍্য বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া।শ‍্যামলবাবু সোমবার শহরে ফিরে বাণী মন্দির খেলার মাঠে আবার মাষ্টার মিটে অংশ নেন।সেখানে থেকে ফিরে এসে দু -দিনের বিশ্রাম নেবার পর আন্তর্জাতিক মিটের প্রস্তুতি নেবেন বলে জানান তিনি।