নিজস্ব প্রতিবেদন ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রভৃতি বিভিন্ন জনমুখী প্রকল্পের বিষয়কে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন শিলিগুড়ি পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃনমুল প্রার্থী পিংকি সাহা। ওই ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত। পিংকিদেবী বাড়ি বাড়ি সব প্রকল্পের বিষয় মেলে ধরছেন আর বলছেন, এবার তৃনমুলকে সুযোগ দিন আর তারপর দেখবেন আরও উন্নয়ন, আরও সুযোগ সুবিধার ডালি।
শিলিগুড়ি হায়দরপাড়া বাজারের পাশে বিরাট এলাকা নিয়ে ৩৯ নম্বরের অবস্থান। পিংকিদেবীর সঙ্গে নেপথ্যে সবসময় ভোট প্রচারে রয়েছেন তাঁর স্বামী শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিত্ব হারাধন সাহা। তাঁরা বলছেন, বিগত দিনে ৩৯ নম্বর একেবারে পিছিয়ে পড়েছে। ওয়ার্ডের জঞ্জাল সাফাই ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে। রাস্তাঘাটগুলো সব ভাঙাচোরা। বিগত সাত মাস আগে গৌতম দেব পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান হয়ে যতটা সম্ভব রাস্তাঘাট সহ অন্যান্য উন্নয়নে নজর দিয়েছেন। তাই আরও উন্নয়ন এবং ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে এবার তৃনমুলকেই বেছে নেওয়ার জন্য তাঁরা ওয়ার্ডবাসীর কাছে আবেদন জানাচ্ছেন