সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্মকে কাছে পেয়ে সবাই বন্দেমাতরমের সুরে মাতলেন

নিজস্ব প্রতিবেদন : সামনে তখন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দা শ্যামাচরন চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম তথা কবি জয়দীপ চট্টোপাধ্যায়। সামনেই ২৩শে জানুয়ারি, তারপর ২৬শে জানুয়ারি। অদিতি পি চক্রবর্তী, অনিন্দিতা চট্টোপাধ্যায় এর মতো শিল্পীরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্মকে কাছে পেয়ে আর নিজেদের আবেগ চেপে রাখতে পারলেন না।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী দেশাত্মবোধক সঙ্গীত বন্দেমাতরম তাঁরা গাইতে শুরু করলেন জয়দীপবাবুর সামনে। সাহিত্য সম্রাটের রক্ত যে বইছে তাঁর শরীরে। তিনি মন দিয়ে সেই দেশাত্মবোধক সঙ্গীত শুনলেন।তারপর খবরের ঘন্টাকে জানালেন, বন্দেমাতরম মানে দেশ মা’কে ভালোবাসতে হবে।বন্দেমাতরম মানে এই বসুমাতাকে ভালোবাসতে হবে।
সাহিত্য সম্রাটের রক্ত যে বইছে তাঁর শরীরে তার প্রমানও কিন্তু অসামান্য ভাবে মেলে ধরছেন জয়দীপবাবু।মানবতার ওপর তিনি একের পর এক কবিতা লিখে চলেছেন।আমাদের নৈতিকতার অবমূল্যায়ন, চিরায়ত ঐতিহ্যকে ভুলতে বসা,মনিষীদের আদর্শের প্রতি শ্রদ্ধা অনুভব করা প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে বহু কবিতা লিখেছেন এই প্রতিভাবান কবি।আর তাঁর সেসব কবিতা পাঁচশোর বেশি স্বনামখ্যাত বাচিক শিল্পী রেকর্ড করেছেন।বাংলাদেশ সহ অন্যত্র তাঁর বই প্রকাশিত হয়েছে। জাতিধর্ম নির্বিশেষে মানবতা এবং পরিবেশ রক্ষা করার বার্তাও তিনি বারবার দিয়ে চলেছে কবিতার মাধ্যমে। জয়দীপবাবু একজন সাংবাদিকও।তিনি বলেন,কবিতা আমাদের মধ্যে এক মেলবন্ধন ঘটায়।শনিবার জয়দীপবাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ডুয়ার্সের লাটাগুড়ির একটি রিসোর্টে।সেখানে ত্রিস্রোতা সাহিত্য ও সংস্কৃতি প্রবাহ ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইন্টার কালচারাল স্টাডিজ এন্ড রিসার্চ এবং এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজম চিন্তাবিদ ও লেখকদের শান্তি সন্মেলনের আয়োজন করে। সেখানে যোগ দেওয়ার ফাঁকে খবরের ঘন্টার সঙ্গে কথা বলেন এই প্রতিভাবান কবি। মানবতার জয়গান গেয়ে তিনি একের পর এক কবিতা লিখে চলেছেন। এই কবি বিশ্বাস করেন, মানবতার বিকাশ এবং পরিবেশ রক্ষা না হলে এই সভ্যতা অচিরেই ধ্বংস হবে। অদিতি পি চক্রবর্তী, বাচিক শিল্পী পারমিতা বিশ্বাস, অনিন্দিতা চট্টোপাধ্যায়, নন্দিতা ভৌমিক সহ আরও অনেকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম তথা কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তার সুন্দর ব্যবহার এবং আলাপচারিতায় বেশ খুশি। তাঁরা বলেন,সাহিত্য সম্রাটের রক্ত যে পঞ্চম প্রজন্মের মধ্যেও বইছে তা তাঁর প্রতিভার স্ফুরনেও বোঝা যায়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —