নিজস্ব প্রতিবেদন : সুষ্ঠু ভাবে শেষ হয়েছে উত্তরবঙ্গ পৌষ মেলা।গত ২রা জানুয়ারি শেষ হয় এবারের পৌষ মেলা। এই মেলা শুরু হয়েছিল ২২শে ডিসেম্বর। কোচবিহার, ময়নাগুড়ি সহ বিভিন্ন স্থান থেকে শিল্লীরা এবারের মেলায় অংশ নিয়েছিলেন।বিভিন্ন স্থানের গুনীজনদের এবারও সংবর্ধনা জানানো হয়। মেলার মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজও হয়।এবারও মেলা চলাকালীন দুজন ক্যান্সার আক্রান্ত রোগীকে সহযোগিতা করা হয় বলে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের প্রধান কর্নধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা জানিয়েছেন। জ্যোৎস্নাদেবী জানিয়েছেন, মেলার মাধ্যমে বহু শিল্পী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মঞ্চ পান। এবারও তার ব্যতিক্রম হয়নি। দিনকে দিন শিলিগুড়ির মানুষের কাছে আকর্ষণ বাড়ছে পৌষ মেলার। পৌষ মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন জ্যোৎস্নাদেবী।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—