কর্মসংস্কৃতি খতিয়ে দেখতে আচমকা পঞ্চায়েত অফিসে উপস্থিত বিডিও, কয়েকজনকে শোকজ,একজনকে ধমক

নিজস্ব প্রতিবেদন : কে কেমন কাজ করছে তা জানতে হঠাৎ পঞ্চায়েত অফিসে হাজির হলেন বিডিও। সময় মতো অফিসে না আসার জন্য একজনকে ধমকও দিলেন বিডিও।
সাধারণ মানুষ পরিষেবার জন্য দাঁড়িয়ে থাকবে না। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে কর্মচারীরা, আর সেই কারনে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে ১০ টা বাজতেই আচমকা পরিদর্শনে নামেন রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন। গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে তিনি দেখতে পান, বেশ কিছু কর্মী অনুপস্থিত। সঙ্গে সঙ্গে অনুপস্থিত কর্মীদের শোকজ করা হয়। দেরী করে আসার জন্য এক স্বাস্থ্যকর্মীকে ধমকও দেন বিডিও। পরিদর্শনের পর বিডিও প্রশান্ত বর্মন বলেন, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে এসেছিলাম, সাধারণ মানুষ পরিষেবা নিতে দাঁড়িয়ে থাকবে না পরিষেবা দেওয়ার জন্য কর্মচারীরা দাঁড়িয়ে থাকবে– এই নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের পরিদর্শন করতে যাওয়ার আগে বিডিও নিজের গাড়ির ড্রাইভারকেও জানিয়ে যাননা।এদিন যারা অনুপস্থিত ছিল তাদের শোকজ করা হয়েছে।আর এই ধরনের পরিদর্শন ধারাবাহিকভাবে চলবে বলে বিডিও জানিয়েছেন ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :