বই সংগ্রহের নেশায় গৌতম দেব

নিজস্ব প্রতিবেদন ঃ বই মানুষের প্রকৃত বন্ধু ।
বর্তমান তথ্য-প্রযুক্তি ও ই-বুকের যুগেও বই পড়ার স্বাদ এবং অনুভূতি অতুলনীয়। সারাদিনের নানা কাজের মাঝেও অবসরের সময় বই শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবকে মানসিক প্রশান্তির সন্ধান দেয়। আর সেই তাগিদেই গৌতমবাবু গড়ে তুলেছেন তার নিজস্ব ছোট্ট একটি লাইব্রেরি — ‘হিয়ার মাঝে’ । কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গনে আয়োজিত এবারের উত্তরবঙ্গ বইমেলা থেকে মঙ্গলবার গৌতমবাবু তাঁর নিজস্ব গ্রন্থাগারের জন্য বই সংগ্রহের নেশায় মেতে ওঠেন ।