বড় দিনের প্রস্তুতিতে বেটার টুমোরো ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদন ঃ এগিয়ে আসছে বড় দিন এবং নতুন বছর। আর এজন্য বিভিন্ন স্থানে নানান প্রস্তুতি শুরু হয়েছে। শিলিগুড়ি বেটার টুমোরো ফাউন্ডেশন থেকে প্রাক বড় দিন উৎসবের জন্য এবারও ক্যারল হবে। তার সঙ্গে দুটো চা বাগানে বিলি করা হবে উপহার। সেখানে দেখানো হবে যিশুখ্রিস্টের ওপর সিনেমা। রয়েছে আরও অনেক অনুষ্ঠান। বেটার টুমোরো ফাউন্ডেশন থেকে সমাজসেবী চিরঞ্জীব চ্যাটার্জী জানিয়েছেন, করোনার জন্য বিগত দু’বছর তাদের বিভিন্ন বড় দিন উৎসবের কর্মসূচি বাতিল করতে হয়।