শিলিগুড়িতে পুজো কার্নিভাল নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদন ঃ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। আর সেই বিষয়টি মাথায় রেখে এবছর কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও ৭ই অক্টোবর শুক্রবার মহাত্মা গান্ধী চকে দুর্গা পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে । এই কার্নিভাল নিয়ে বৃহষ্পতিবার শিলিগুড়ির সব পুজো উদ্যোক্তাকে নিয়ে বৈঠক হলো। শেষ মুহূর্তের সেই বৈঠক সারলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। কার্নিভাল কোথা থেকে শুরু হবে, পুজো উদ্যোক্তাদের ট্যাবলো কোন রাস্তা দিয়ে যাবে সমস্ত বিষয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করলেন মেয়র। কার্নিভালে যান নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন থাকবে তা নিয়েও আলোচনা হয়। সেই বৈঠকে মেয়র ও পুজো উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার জয় টুডু, ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তা, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত বিভিন্ন থানার উচ্চপদস্থ আধিকারিকেরা।