![Screenshot_20221007-095042_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/10/Screenshot_20221007-095042_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ মালবাজারে হড়পা বানে আহতদের দেখতে ও তাদের চিকিৎসা পরিষেবার তত্ত্বাবধানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে বৃহস্পতিবার গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । সেখানে আহত ব্যক্তি এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন গৌতমবাবু। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আহতদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণ চেকও তুলে দেওয়া হয়েছে। এই বিপর্যয় দুর্ঘটনায় প্রয়াত ব্যক্তিদের বাড়িতেও গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র এবং প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের হাতে মুখ্যমন্ত্রী প্রদত্ত ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ চেক তুলে দেওয়া হয়েছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)