নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমার লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের ৬২ তম দুর্গাপুজোয় থিম করেছে বিশ্ব বাংলা। যুবশ্রী, কন্যাশ্রী,সেফ ড্রাইভ সেভ লাইফ,সবুজসাথি প্রভৃতি ফুটিয়ে তোলা হবে তাদের মন্ডপে। পুজোর সম্পাদক কাঞ্চন দেব জানিয়েছেন, চতুর্থীর দিন তাদের পুজো উদ্বোধন। উদ্বোধনের সময় বিধাননগর ভীমভার দৃষ্টিহীন বিদ্যালয়ের দৃষ্টিহীনরা উপস্থিত থাকবে মন্ডপ চত্বরে। তাদের হাতে তারা নতুন বস্ত্র তুলে দেবেন। নবমীতে খিচুড়ি প্রসাদ বিতরন করা হবে। তাদের প্রতিমা ডাকের সাজের, প্রতিমা আসবে কুমারটুলি থেকে। আর আলোকসজ্জা চন্দননগরের। মন্ডপ চত্বরে সামাজিক সচেতনতার প্রচার থাকবে। খবরের ঘন্টা সম্পাদকের লেখা বীণাপাণি শিল্পী সুরারোপিত সেফ ড্রাইভ সেভ লাইফ, প্লাস্টিক ক্যারিব্যাগের দূষন, নারী ও শিশু পাচার, ডেঙ্গু সচেতনতার গানগুলো এই মন্ডপে পুজোর কদিন বাজানো হবে সচেতনতার অঙ্গ হিসাবে। এই পুজো দেখতে শিলিগুড়িতো বটেই জলপাইগুড়ি সহ অন্য এলাকা থেকে বহু দর্শনার্থী ভিড় করেন।পুজোটি হয় বাগডোগরার স্টেশন মোড়ের রেল মাঠে।পুজোর আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন পুজো উদ্যোক্তারা পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন।