শিল্পী পালিতঃ আজ খবরের ঘন্টার এই ওয়েবনিউজ পোর্টালে শিলিগুড়ি প্রধান নগরের নৃত্য শিল্পী রুমকি দাশগুপ্তের কথা মেলে ধরা হচ্ছে —
আমি রুমকি দাশগুপ্ত। বিবাহ সূত্রে এখন শিলিগুড়ি প্রধান নগর এর বাসিন্দা।বাবা মায়ের অনুপ্রেরণায় এবং তাদের হাত ধরেই আমার নৃত্য জীবনের পথচলা। ছোটবেলার থেকেই আমার নৃত্যের উপর বিশেষ আগ্রহ।নিজের মনেই নিজে নেচে যেতাম। তাই দেখে মা আমায় আমার প্রথম নৃত্য গুরু পুরবী আচার্যের কাছে নিয়ে যান।বাবা কাজল গুপ্ত,মা রত্না গুপ্ত।শিলিগুড়িতেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এবং পড়াশোনা ও নাচ,গান শেখা। এরপর গুরু রুনু ভট্টাচার্য্য ও গুরু সঙ্গীতা চাকীর কাছে কত্থক নৃত্য শিক্ষা অর্জন করি।সেখান থেকে বি মিউজ ও এম মিউজ্ করি।এই দুই নৃত্য শিক্ষা গুরুর অবদান আমার জীবনে অনেক গুরুত্ব রাখে।এরপর কলকাতা থেকে আগত গুরুজী সন্তোস মহারাজ(চ্যাটার্জী) র কাছে দীর্ঘ দিন কত্থক নৃত্যের তালিম নেই। তবলায় গুরু গোপাল মিশ্রজীর কাছ থেকে অনেক কিছু শিখেছি।তারপর অলবেঙ্গল কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করি ও স্কলারসিপ পাই। এইসূত্র ধরে কত্থক নৃত্যশিল্পী ডক্টর মালবিকা মিত্রের সান্নিধ্যে আসি। এছাড়া রবীন্দ্রনৃত্য,লোকনৃত্য,এবং অনেক রবীন্দ্র,নৃত্যনাট্য পরিচালনা করি ও নিজে বিভিন্ন জাগায় পরিবেশন করি। নৃত্যনাট্য গুলো করে, অনেক জায়গায় পুরস্কৃত হই এবং প্রশংসা অর্জন করি।রেলওয়ের অনেক প্রোগ্রাম ও কম্পিটিশনে অংশগ্রহণ করি।এরপর নিজস্ব একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হই। শিলিগুড়ি কলেজ থেকে স্নাতক হওয়ার পর , উচ্চ শিক্ষার প্রয়াস ও নিজের নৃত্যের নিয়মিত চর্চা করতে থাকি। নিয়ম মতো তালিমও নিতে থাকি।ইতিমধ্যে অকস্মাৎ গুরুতর অসুস্থ হয়ে পরি এবং নৃত্যের এই ভালোবাসার জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পরি। আমার স্বপ্ন ভেঙে চূর্ণ হয়ে যায়।এরইমধ্যে আমার বিবাহ সম্পন্ন হয় ও পায়ে বড় অস্ত্রপ্রচার হয়।কয়েক বছর নৃত্য চর্চা বন্ধ থাকে।এরপর আমি আর থেমে থাকিনি। মনোবল সঞ্চয় করে নানা বাধাবিঘ্ন কাটিয়ে আবার নৃত্য চর্চা শুরু করি।শাস্ত্রীয় কথক নৃত্যের প্রসার ঘটানোর জন্য ও অন্যান্য নৃত্যের প্রতি ভালোবাসা জাগানোর জন্য ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটি নৃত্য প্রতিষ্ঠান গড়ে তুলি ।আমার প্রতিষ্ঠানের নাম সৃজনী ড্যান্স অ্যাকাডেমি। ছাত্রীদের ভালো করে তৈরি করাই আমার স্বপ্ন।আমার জীবনের অর্জন করা সমস্ত শিক্ষা ওদের দিয়ে যেতে চাই।ছাত্রীদের উজ্বল ভবিষ্যত গড়ে তোলাই শিক্ষা গুরু হিসাবে আমার একমাত্র লক্ষ্য ।
Rumki dasgupta
Pradhan nagar
Near margaret school
Siliguri