নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার:করোনার থাবায় এবছর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৃৎশিল্পীরা। গত কয়েক মাস ধরে সমস্ত উৎসবেই প্রায় নিয়মরক্ষার পুজো হয়েছে। ফলে ঘুরে দাঁড়ানোর আশায় দুর্গাপুজোর দিকে তাকিয়ে রয়েছেন মৃৎশিল্পীরা।
এদিকে সেপ্টেম্বর মাস পড়ে গিয়েছে। আর বেশি দিন বাকি নেই পুজোর। প্রতিবছর এই সময়ে নাওয়া-খাওয়ার ফুরসত থাকে না মৃৎশিল্পীদের। রাস্তার ধারে একের পর এক সার দিয়ে প্রতিমা দাঁড় করানো থাকে শুকানোর জন্য। কিন্তু এবছর করোনার জেরে সেই ছবি পালটে গিয়েছে। আলিপুরদুয়ার জেলার প্রায় সবকটি মৃৎশিল্প কারখানাগুলির কাজ যেন থমকে গিয়েছে। এবছর করোনার জেরে মাথায় আকাশ ভেঙে পড়েছে শিল্পীদের। পুজো আদতে হবে তো? এখনও বায়নাই হয়নি কোন দুর্গা প্রতিমার। সেপ্টেম্বর মাসেও বায়না না হওযায় আশঙ্কার প্রহর গুণছেন তাঁরা। তবুও আশায় বুক বেঁধে মূর্তি তৈরি করছেন মৃৎশিল্পীরা।