নিজস্ব প্রতিবেদনঃআবারও দুঃস্থ ও অসহায় এক শিশুর পাশে থেকে মানবিক কাজের উধাহরন তৈরি করলেন শিলিগুড়ি অরবিন্দ পল্লীর সমাজসেবী বাপন ঘোষ। সোমবার সাত বছরের এক শিশুর ওষুধ কেনার জন্য বাপন ছয় হাজার টাকার চেক প্রদান করেন।
শিলিগুড়ি অরবিন্দ পল্লীতেই ঘর ভাড়া নিয়ে থাকেন টোটো চালক অখিল বনিক। তার সাত বছরের শিশু সন্তান অসীম বহ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছে। অসীমের মা মৌসুমি বনিক এক বাড়িতে রান্নার কাজ করতেন। কিন্তু করোনা লকডাউনের জেরে সেই কাজ বন্ধ। ফলে শিশু সন্তানের চিকিৎসা নিয়ে তাদের মনে উদ্বেগ বেড়েছে। শিশু অসীমের হার্টের অসুখ থাকায় তাকে তরল খাবার খেতে হয়। ডাক্তারদের পরামর্শমতো চলছে চিকিৎসা। কিন্তু এখন অর্থ সঙ্কট তীব্র হয়ে ওঠায় খবর পান বাপন। তাই সোমবার ওই শিশুর চিকিৎসার জন্য অর্থ সাহায্য করেন বাপন। শিশুর মা পরিবার বাঁচাতে একটি কাজ খুজছেন। প্রসঙ্গত করোনা এবং লকডাউন পর্বে ধারাবাহিকভাবে সামাজিক ও মানবিক কাজ করে আসছেন বাপন।