নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ শিলিগুড়িতে স্কুলে স্কুলে নারী পাচারের বিরুদ্ধে সচেতনতার প্রচার শুরু করল শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি ও শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও ক্লাব। গত ৬ আগস্ট থেকে শুরু হয়েছে এই সচেতনতার প্রচার সভা। তা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সঙ্গে রয়েছে বনমালা নাট্য ওয়েলফেয়ার সংস্থা।
নারী পাচার এখন একটি সমস্যা।তার পাশাপাশি বিভিন্নভাবে মেয়েদের ওপর যৌন অত্যাচার শুরু হয়েছে। ফেস বুক,হোয়াটস আপে নানান দুষ্কৃতী ভুয়ো একাউন্ট তৈরি করেছে এরা নানা ভাবে মেয়েদের সঙ্গে আলাপ জমিয়ে মেয়েদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের যৌন শোষন করছে।অনেকে আবার মেয়েদের ফাঁসিয়ে দিয়ে তাদের ভিডিও ছবি লুকিয়ে তুলে নিচ্ছে মোবাইলে।তারপর ব্ল্যাকমেইল করছে।স্কুল কলেজের মেয়েরা এদের ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছে।তাই মেয়েদের মধ্যে ব্যাপক সচেতনতার কর্মসূচি তারা নিয়েছেন বলে সমাজসেবী কৌস্তুভ দত্ত জানিয়েছেন। সচেতনতার সভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে রোজলি দত্ত জানাচ্ছেন,মেয়েদের শরীরে কোনটি খারাপ স্পর্শ,কোনটি ভালো তা বুঝতে হবে মেয়েদেরই।তারা সভাগুলোতে আত্মবিশ্বাস বাড়ানো প্রসঙ্গ ছাড়াও কেরিয়ার কাউন্সেলিংও করছেন।আলোচনা হচ্ছে মেয়ে পাচার ও মানব পাচার নিয়ে।শক্তিগড় প্রাথমিক বিদ্যালয় ও রবীন্দ্রনগর গার্লস স্কুলে ইতিমধ্যে আলোচনা সভা হয়েছে। বুধবার সভা হবে শক্তিগড় স্কুলে।এরপর ধারাবাহিকভাবে অন্য স্কুলগুলোতেও আলোচনা সভা হবে। ১৫ তারিখ ডুয়ার্সের চা বাগানে তারা সভা করবেন।বিভিন্ন কার্টুন ছবি ও ভিডিও ছবির মাধ্যমে তারা মেয়েদের সব বুঝিয়ে বলছেন।