নিজস্ব প্রতিবেদন :শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির নেহাল-দয়ারাম ও ঝাপুজোতে গ্রামবাসীদের জল সমস্যা সমাধান করতে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন হল।সেই সৌরচালিত পানীয় জলের উদ্বোধন করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। এদিন সেখানে জল পান করে জল প্রকল্পের সূচনা করেন মনিরাম গ্রামের প্রধান গৌতম ঘোষ ও উপপ্রধান রঞ্জন চিকবড়াইক। আনুমানিক ১১ লক্ষ টাকা ব্যয় করে গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দুই এলাকায় এই প্রকল্প। এই প্রকল্প সাধারণ মানুষের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদান করবে বলে প্রধান জানান। মনিরাম এর গ্রামে এর আগেও ১০টি সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এরকম আরো ৬টি প্রকল্পের কাজ চলছে।পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: