নিজস্ব প্রতিবেদন ঃ আর হাতে গোনা দুচারদিন তারপরই ১২ ফেব্রুয়ারী শিলিগুড়ি পুরসভার ভোট। এখন বিভিন্ন ওয়ার্ডে শেষ মুহুর্তের প্রচার পর্ব শুরু হয়েছে। শিলিগুড়ি বাঘাযতীন কলোনি অঞ্চল নিয়ে ৪৫ নম্বর ওয়ার্ডের অবস্থান। সেই ওয়ার্ডে এবারও তৃনমুল কংগ্রেসের প্রার্থী বেদব্রত দত্ত। দিনরাত এক করে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন বেদব্রতবাবু। জয়ের বিষয়ে তিনি একশভাগ নিশ্চিত। তার বক্তব্য, শিলিগুড়ির থমকে যাওয়া উন্নয়নের চাকা ঘোরাতেই এবার পুরসভায় তৃনমূলের বোর্ড চাই। ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃনমুল চল্লিশ বা তার বেশি আসনে জয়ী হবে বলেই তাঁর দাবি।তিনি জয়ী হলে ওই ওয়ার্ডে বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্য কেন্দ্রকে চাঙ্গা করা, কম্পিউটার শিক্ষা কেন্দ্র এবং ক্যারিয়ার কাউন্সেলিংএর ব্যবস্থা করা প্রভৃতি বহুবিধ উন্নয়ন কাজে নজর দেওয়া হবে। ওই ওয়ার্ডের গা ঘেঁষে চলে গিয়েছে মহানন্দা নদী।সেই নদীর ঘাট পরিস্কার করে সামাজিক বনসৃজন এবং সবুজায়নে নজর দেওয়া হবে বলে তিনি জানান।