নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির মহানন্দা নদী বাঁচানোর ভাবনায় আবারও কিছু নির্দেশিকা জারি করল গ্রীন ট্রাইবুনাল।সেই নির্দেশিকায় বলা হয়েছে, মহানন্দার ধারে কোনো জবরদখল চলবে না।পুরনো যেসব জবরদখল রয়েছে সেসব উচ্ছেদ করতে হবে। নোংরা দূষিত জল নদীর মধ্যে যাতে না পড়ে সেদিকে নজর দিতে হবে। মহানন্দার ধারে সৌন্দর্যায়নে কি ব্যবস্থা হচ্ছে সেদিকেও স্থানীয় প্রশাসনকে নজর দিতে হবে। আর ওইসব নির্দেশিকা পালনে কার্যকরী ভূমিকা কি গ্রহণ করা হচ্ছে, তার রিপোর্ট প্রতি মাসে জমা করতে হবে গ্রীন ট্রাইবুনালে।মে মাসের ৯ তারিখে আবার এনিয়ে শুনানী হবে। পরিবেশবিদ তথা মহানন্দা বাঁচাও কমিটির কর্মকর্তা জ্যোৎস্না আগরওয়ালা মহানন্দা নিয়ে গ্রীন ট্রাইবুনালের দ্বারস্থ হলে সেখান থেকে ওই রায় দেওয়া হয়েছে ৩১ জানুয়ারি। সোমবার শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে এবিষয়ে খবর দেন জ্যোৎস্নাদেবী স্বয়ং। সাংবাদিক বৈঠকে বিশিষ্ট লেখক ও সাংবাদিক নিধুভূষন দাসও উপস্থিত ছিলেন।