চা বাগানে শ্রমিক পরিবারের হাতে নতুন বস্ত্র কম্বল তুলে দিল মহাবীরস্থান আনন্দময়ী কালিবাড়ি

নিজস্ব প্রতিবেদন ঃ শীতে জবুথবু সমগ্র উত্তরবঙ্গ।ইতিমধ্যে পাহাড়ে দফায় দফায় বরফ পড়েছে ।তার জেরে শীতে কাবু শিলিগুড়ি সহ পাশ্ববর্তি এলাকা।অন্যদিকে ডুয়ার্সের বেশ কিছু বাগান বন্ধ।কাজ হারিয়ে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে কর্মরত শ্রমিকেরা।ধুকে ধুকে চলছে তরাইয়ের চা বাগানগুলিও।সেইসব দিক বিবেচনা করে চা-বাগান শ্রমিকদের পাশে সাহায্যের হাত বাড়ালো শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি।রবিবার কালীবাড়ির পক্ষ থেকে নকশালবাড়ি হাতিঘিসা চা বাগানের শ্রমিকদের হাতে ৪০০ শাড়ি ও ৪০০ কম্বল তুলে দেওয়া হয়।এদিন আগত অতিথিদের নিজেদের রীতি অনুযায়ী আপ্যায়ন করেন চা বাগানের শ্রমিকেরা।আনন্দময়ী কালীবাড়ির সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান,তাদের কালীবাড়ির পক্ষ থেকে প্রতিনিয়ত এমন সমাজসেবামুলক কাজ সংগঠিত করা হয়।তবে এবার শহরে নয়,শহর থেকে দূরে চাবাগান শ্রমিকদের উপর তাদের বিশেষ নজর পড়েছে ।তাদের অভাব দূর করতে তাদের সেবায় প্রতিনিয়ত তাদের সংস্থা কাজ করে যাবে বলে জানান ভাস্করবাবু।।