গদা লাউ চাষ করে দারুণ সফল এই চাষী

নিজস্ব প্রতিবেদন : কিভাবে স্বনির্ভর হয়ে দুটা পয়সা রোজগার করা যায় সেই চিন্তায় মশগুল বহু মানুষ। এরমধ্যেই
শীতকালীন দেশি গদা লাউ চাষ করে যথেষ্ট লাভবান হচ্ছেন চাষিরা। তেমনই এক দেশি গদা লাউ চাষীর সন্ধান মিলেছে জলপাইগুড়ি সদরে ব্লকের সন্ন্যাসীপাড়া অঞ্চলে। সেখানকার চাষী বিপুল সরকার নিজের সামান্য জমিতে গদা লাউ চাষ করেছেন। সেই লাউ চাষ করে তিনি অনেকটাই অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছেন । কৃষক বিপুল সরকার বলেন, শীতের শুরুতেই এই লাউ চাষ করে বেশ ভালো ফলন পাচ্ছেন। বাজারেও এই লাউয়ের ন্যায্য দাম রয়েছে। তিনি এই লাউ বিক্রি করে অনেকটাই অর্থ উপার্জন করতে সফল হয়েছেন । বিপুল সরকার আরো বলেন, লাউ চাষ এর পাশাপাশি আগামী দিনে তিনি অন্যান্য সবুজ শাকসবজি চাষ করার কথা ভাবছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ